বানভাসি মন
১.
তোকে নিয়ে নিরুদ্দেশে পালিয়ে যাবো বানভাসি মন
তুই আমার ধানের ক্ষেতে কেটে রাখা সোনালি ধান,
তোকে ছাড়া সারা দুপুর অলস হয়ে দুপুর যাপন
তুই আমার গলা সাধার ভোরের বেলা ভৈরবী গান।
তোকে যেই হাত ছোঁয়াবো মনে হলেই নরম গালে
গোধুলির আলোর মত লাজুক ঐ লালচে আকাশ,
আমি সেই কবে থেকেই ভাসছি কেবল ভাসছি জলে
তবু তোকে ছোঁয়ার মত সময় নেই, নেই অবকাশ।
ও আমার বানভাসি মন একটু দাঁড়া
আমি তোর সঙ্গে না হয় ভেসেই যাবো
তুই আমি একলা নই স্বজন হারা
আরও যারা চাইবে যেতে সঙ্গে নেবো।
২.
জলের ওপর মাথা তুলে
আমার বাড়ি
জলের নিচে ডুবে আছে
যা কিছু সম্বল,
বছর বছর বানভাসি হই
হায় রে কপাল
আমার মত হতভাগা
কে আছে বল!
ঘর ভেসে যায় ভাসে মাটি
ভাসে আমার স্বপ্ন খেলার ছলে,
নিঃস্ব হয়ে যেদিক পানে দেখি
ঘর ভেসে যায় অলোকানন্দা জলে ।