দোঁহা

চয়ন দত্তের কবিতা

 

 
আয়োজন

আজ সকাল থেকেই বৃষ্টি
মেঘে মেঘে দূর্গ
ক্লান্ত নোয়া,
তাঁর জাহাজে কাক এসে বসে

খিচুড়ি বসাও ওগো,
আমি বেগুন কাটছি
কতোটা কি মাপঝোপ
পাতলা না চওড়া
শুধু এটুকু বলে দাও ব্যাস,

রেডিয়োয় সুর চড়ে...
বালা সুব্রমানিয়াম। 'ইয়ে হাসিন ওয়াদিয়া'।

ঘরে বজ্র
ঘরে বিদ্যুত

এমন স্রোতে,
সচরাচর উন্মাদ হয় মানুষ!



স্রোতের কাছে

তোমার পায়ের কাছে নতজানু হই 
স্রোতের কাছে মুগ্ধ 

যতো শাসন, বারণ, রাগ 
যতো শস্য, মান-অভিমান 

আমায় তুমি- 
আগলে রেখো, বৃষ্টি দিও  

আমায় তুমি রোদ পাঠিও রোজ!


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন