দোঁহা

মীরা মুখোপাধ্যায়ের কবিতা

 


 বানভাসি একে বলে
সারাদিন ধরে শুনেছি নদীর ডাক
উঠোনের নিচে জল ছলছল করে
এ তিস্তা যেন পুরোনো তিস্তা নয়
ভিত কেঁপে ওঠে ওলোট পালট ঝড়ে

 সারাদিন ধরে দেখেছি কত মানুষ
ভিটে মাটি ছেড়ে চলেছে ডাঙার পানে
আমরা দুবোন বাসিন্দা এই ভিটের
আর কেউ নেই, সবাই সে কথা জানে

ভিটের দেয়াল ধ্বসে গেল সন্ধ্যায় 
চিৎকার করে কেঁদেছি আমরা কত
ততক্ষণে জল নিষ্ঠুর হাসি হেসে
এগিয়ে এসেছে অক্টোপাসের মতো

গভীর রাত্রে আমাকে তুললো ওরা
বোন ভেসে গেছে তিস্তার কালো জলে 
তিনদিন পর খিচুড়ি খাচ্ছি আমি
ওরা বললেন, বানভাসি একে বলে

 
রাধার শ্রাবণ

শ্রাবণ পেরিয়ে এসেছি তোমার কাছে
মল খসে গেছে এঁটেল মাটির পথে
শ্রীকৃষ্ণ, তুমি এত নিষ্ঠুর কেন
আজ না ডাকলে কী এমন ক্ষতি হতো!

বৃষ্টিতে ভিজে ফ্যাকাশে হয়েছে মুখ
চুয়াচন্দন কুঙ্কুম আদি যত
সব প্রসাধন ধুয়ে গেছে বৃষ্টিতে
আজ না ডাকলে কী এমন ক্ষতি হতো!

তোমার ও বাঁশি সর্বনাশের হাসি
গৃহ হতে যদি আজ হই বিতাড়িত
তুমি কী রাধাকে আশ্রয় দেবে সখা?
আজ না ডাকলে কী এমন ক্ষতি হতো !





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন