যাবতীয় সাঁতার কৌশল
১.
নেহাত ডুবে আছি
এই আলোহীন দেশে, এই বিপর্যয় রাশি
যারা ঘুম ভেঙে দেখেছিল গতরাত বদলেছে
ভেসে আসা পানা, ফেনা, লাশ সময়ের
অন্য আর্তনাদে অন্য কোথাও জলতল
ছুঁতে পারেনি, পানপাত্র কুয়োর গভীরে
২.
জলতল মেপে রাখা কাঠি
ডুবে যায়, ভেসে ওঠে, দূরে হাসে কেউ
স্তর নেমে গেলে কাছাড় ভাঙে
গাঙশালিকের বাসা ত্রস্ত জ্যোৎস্নায়
উড়ে গেছে হট্টিটি, প্রাচীন প্রবাদ
উপত্যকায় মুছে যাচ্ছে সিন্থেটিক ছাপ