দোঁহা

রূপক চট্টোপাধ্যায়ের কবিতা

 


পরমায়ু 

পরমায়ু। তোমাকে নিয়ে লিখতে বসলে
বহু বন্দর ভীড় করে আসে জলচ্ছ্বাস।
তবুও আমার নোঙরযোগ্য নাব্যতা পাই না,

দিন কাটে। বালি ঘড়ির গায়ে রাতের হিম জমে
তুলট কাগজের মোড়ক খুলে ধরি
ধাতব লন্ঠনে আগে। পরমায়ু খুইয়ে গেছে আগেই। 



মায়া
 
উপনিষদের মায়াকে আমি
 মায়া মাহাতো বলেই চিনি।
রুক্ষ চুলের খোঁপায় চাঁদ গুঁজে নিয়ে
সেই যে বেরিয়ে গেল সেগুন জঙ্গলে 

আজও গাছে গাছে তার মায়া জন্ম লেগে আছে
এলে দেখিয়ে দিতে পারি! 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন