দোঁহা

সপ্তশ্রী কর্মকারের কবিতা

 


লোভ

শ্রাবণের পূর্ণিমায় হাঁটতে গিয়ে
ঘাস লতা পায়ে জড়াতেই দেখলাম
গ্রামের নদীর বালি তুলে 
নিয়ে যাচ্ছে একদল খোদিত 

নদী ও বালির পাহারায়-
রাত জাগা পেঁচার দল,
 গর্তের সাপখোপ

হতাশার মধ্যমণি-
নদীর মধ্যবর্তী মাছ, কাঁকড়া
 চোখ ঝাপসা
জিভে জড়ানো শব্দে,

দুঃখিত,
লোভ একটা ক্ষুধা
যা মনের বানভাসি লাঙ্গলে ওম দেয়


শীৎকার

ঘুম থেকে ওঠার পর রাতের গোলাপী রঙ,
পাঁজরে রাখা জলভরা মেঘ,
সন্ধ্যার অলীক আঙ্গুলরেখা ছুঁয়ে
নাভির শামুকে আছড়ে পড়ে,
আদরের দ্রাঘিমারেখা এক গাঢ় অপেক্ষা 
নসাৎ করে চলে গেলে 
বুনো বেলি, কামগন্ধহীন হয়ে
অপেক্ষা করে বৃষ্টির-

রাতের অন্ধকারে জেগে ওঠা
নাভিতে কুণ্ডলিনী
শ্রাবণে ভৈরব সাধনায় মেতে ওঠলে,
তখন শরীরে থাকা অসম্পূর্ণ স্বরবর্ণ
ভালোবাসার বিনিময়ে বানভাসি 
রাত্রিকে সঙ্গী করে তোলে

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন