আঁধারে ক্লান্ত হিমিকা
আমি ছিন্ন চেনা অচেনায়
কাটেনি জড়তা সময়ে সময়ে
মন ভঙ্গুর সেই বর্ষায়
তাকে দেখে সুর বাজে না
আজ বাহারঙ কাল পাথুরে
কোথা থেকে ডাক আসে
সে কী ভুল ছিল নাকি আদুরে
কিছু কিছু দিন দিবাস্বপ্নে
জেগেছি অন্য জন্মে
মানুষের মতো হৃদ্য আর
আঁধারে ক্লান্ত হিমিকা
ডাঙার একটি মাত্রা
আকাশ ছুঁয়েছে পরিখা
বেদনা মোছার জল নেই
কেবল থোকা থোকা বর্ষা...
কাটেনি জড়তা সময়ে সময়ে
মন ভঙ্গুর সেই বর্ষায়
তাকে দেখে সুর বাজে না
আজ বাহারঙ কাল পাথুরে
কোথা থেকে ডাক আসে
সে কী ভুল ছিল নাকি আদুরে
কিছু কিছু দিন দিবাস্বপ্নে
জেগেছি অন্য জন্মে
মানুষের মতো হৃদ্য আর
আঁধারে ক্লান্ত হিমিকা
ডাঙার একটি মাত্রা
আকাশ ছুঁয়েছে পরিখা
বেদনা মোছার জল নেই
কেবল থোকা থোকা বর্ষা...
কপালে জলের দাগ
শুরু থেকে এত ঝঞ্জা
এ কেমন জল পরিণতি যার
সীমাহীন ঘন বর্ষা
দুর্ভাগা...যে নদী বিচলিত
ভেঙেছে নিশ্চিত সাধের পাড়
কীভাবে সে ভুলে গেছে আষাঢ়ের ভাষা
সখী বলো
হবে না সফল কেন সে
পিছু হাঁটে থই থই শ্রাবণ
তার মত রমণে বলো কে আর মেতেছে
বাহুতে কে মেখেছে এত মেঘ
আর কপালে জলের দাগ
যাও সখী যাও
আঁধারে চোখের জল
কে আর দেখেছে...
আর কপালে জলের দাগ
যাও সখী যাও
আঁধারে চোখের জল
কে আর দেখেছে...