দোঁহা

গৌতম কুমার দের কবিতা

 


লাশঘরে আমার স্বপ্ন

চেরাইঘরে শব পাহারা দিয়ে শুয়ে আছি
আমি একা,

দিনকাল খারাপ, কখন, কোথায়, কীভাবে
চুরি হয়ে যায় যকৃৎ, প্লীহা, পাকস্থলি
আর হৃদয় কোটরটা।

বাজারে হাত ফেরত হলেই লক্ষ লক্ষ টাকা,
তবু আমি পালাবার চেষ্টা করিনা,
হয়তো একজন গরিব ঘরের মেধাবি ছাত্র
আমাকে পেলে পরিপূর্ণ ডাক্তার হয়ে উঠবে-
অসম্ভব ঠান্ডায় আমার স্বপ্ন ছাড়া অন্য
কিছু ভাবতে ভাল লাগছেনা।

আমিতো নেই, আমার আমি কোনকালে লজ্জা, অহংকার

টাকা পয়সা ছেড়ে এসেছি…

তবু যদি মানুষের উপকারে লাগতে পারি!
মানুষ হয়ে এর থেকে বেশি কী করতে পারি,

ফেলে আসা জীবনটা তো লোভ লালসায় পূর্ণ,
আজ সব খেসারত মিটিয়ে দেবো।

 

স্মৃতি

 স্থবির এক স্মৃতির সামনে
আমি বারবার নতজানু হই।
আমাদের প্রেম ভালোবাসা আর
নদীর ওপরে ভাসে না জোনাকি সন্ধ্যায়
এখন নদীর নিচে সুড়ঙ্গ দিয়ে ছুটে যায়
আগুনের গোলার মতো কপোতকপোতি
একটু একটু করে পাল্টে যাওয়া পৃথিবীতে
আমরা কেন ফিরে আসতে পারি না?
পুরোনো চিঠির বাক্স কেন আজ
ই-মেলের সামনে লজ্জা পায়?






1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন