দোঁহা

সজলকুমার টিকাদারের কবিতা

 


 চৈত্রের মাঠ হয়ে ওঠে ঠোঁট

তৃষ্ণায়, চৈত্রের মাঠ হয়ে ওঠে ঠোঁট।
মরুভূমি থেকে রৌদ্র আসে ডানা মেলে।
বৃষ্টি নেই, বৃষ্টি নেই ধারে-কাছে কোথাও
কিন্তু তুমি তো আছ
এক কলস ঠান্ডা জল!

কাত হও, পান করি...

 
 তুমি আসবে 

তুমি আসবে বলেছ। সেইজন্য
সকাল থেকে ঘর গোছাতে লেগে গেছি।
কী যে এলোমেলো সব! জানালার পর্দা 
পাল্টাতে হবে। বাথরুমে সুগন্ধী সাবান।
ভালোবাসাকে জাগাতে হবে
                             ধুলো ঝেড়ে ঝেড়ে...

তুমি আসবে বলে
আমার আজ খুব ব্যস্ততা!

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন