দোঁহা

শোভন মণ্ডলের কবিতা

 


 সভ্যতার রঙ 

দেয়াল-চিত্রের গা বেয়ে গড়িয়ে পড়ছে রঙ

কালো আর লাল

সভ্যতার আঁচড়

এসবের কোন নিরন্তর প্রবাহকে তুমি আপন করে নিয়েছ

জানি বলেই অবাক হইনি পুড়ে যাওয়া সভ্যতার মতো মনেরও কটা অবশেষ থাকে

তার রঙ কি জানো?

সভ্যতার ভাস্কর্য তুমি পড়তে পারো

মনেরটা পারো না?

 

রাতের দোষারোপ

একটা দ্বিমাত্রিক গল্প নিয়ে আমরা কলহ করছি সারারাত

দিব্যি আলো ফুটে গেলে আমরা হেসেছি

পরিহাস মনে হয়

এই সব অবিন্যস্ত কথোপকথন

কোমল মনের বাইরে আমরা সব কিছু জলাঞ্জলি দিইনি

কোলের আদর আর্দ্র হয়ে গেলে খুলে রাখি দোষারোপ

শুকিয়ে যায় চোখ

নীল সুরার মতো উত্তাল এই ঠোঁট

শরীরের ওপর বয়ে যায় বিজন রাতের হাওয়া...



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন