দোঁহা

মনোজ অধিকারীর কবিতা

  


মায়াজাল

দুঃখ বাড়ে, সাথে সাথে আমিও

তাই চোখ ফিরিয়ে নওয়া অতীতের দায়

 নিজের বলতে দূর সম্পর্কের ছায়া

জীবন বাড়ে, আয়ু কমতে থাকে রোজ

 ভাবনাগুলো আরও ভাবুক করে তোলে

কে কাকে কতটা ভুলে গেলাম

 মায়া পড়ে যায় মৃত্যু যত কাছে আসে।

 

দোঁহা

--লিখছি

গল গল করে রক্ত

বের হয়ে আসচ্ছে কলম থেকে

তাই আমি আর রক্ত লিখতে চাই না

চোখের পাওয়ার কমে আসছে

স্বপ্ন দেখতে দেখতে – অন্ধরা দেখতে পায়

আমাকে, আমি দেখি না কোথাও

 কবিতা আসলে একটি সিদ্ধান্ত

হাতের কলমের দিব্যি...


 





 






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন