লিরিক
তুমি দু' চোখের ভ্রম নাকি দূরের তারা
আজও বুঝিনি ঠিক,
মন কেমনের ওষুধ খুঁজতে খুঁজতে
আর অন্ধকার ভাঙতে ভাঙতে
পেরিয়ে এলাম আলো-ছায়া পথ
রাতের হাওয়ায় আজন্ম শূন্যতার নূপুর-
স্মৃতিকাতর লিরিক।
প্রজন্মের পর প্রজন্ম
তোমার অবজ্ঞা শেখায় ভালোবাসার মানে।
প্রেমপরিচয়
পোকাদের ভালোবাসা আগুনের বুকে
আলো দেয় সারারাত পুড়ে যায় সুখে,
শিখেছি তিমিরে আমি দহনের গান
তোমার আঁচলে ভাসে হিয়াতরী যান।
ঢেলে দাও অধিবিষ কথার কায়ায়
গায়ে মাখি প্রেমাভাসে শরীরী মায়ায়।
সায়রের জলে চাঁদ হয়েছে তরল,
আনীল করেছে ধীরে ব্যথার গরল।
দু'হাতে ধরেছি তবু ভ্রম; অপচয়
এটুকুই লেখা থাক প্রেম; পরিচয়।
