দেখা
১.
দু’টি হারানো অতীত হঠাৎ মুখোমুখি
ঘটনার আকস্মিকতায় মন্ত্রমুগ্ধ
বয়সি ও বয়সিনি আবেগ
একে অপরকে দেখার মনঃসংযোগে নির্বাক ।
উচ্ছ্বসিত দু'টি অতীতের কথাগুলি
সামনে উড়ে চলে গুচ্ছ গুচ্ছ গোলাপ।
দ্বিতীয় কোন সম্ভাবনার প্রস্তুতিতে
চারপাশে সময় অদৃশ্য ময়ূরের মতো নাচে
যদিও কথার পাপড়ির পরতে পরতে
অশ্রুত কান্না শোনা যায়।
দেখা শেষ হতে চায় না
দেখার মধ্যে অন্য কিছু দেখা
অন্যভাবে দেখা
মুগ্ধতায় আলোকিত মধ্যাহ্ন আকাশ
দু'টি দুঃখী অতীত একে অপরকে
সনেটের অন্ত্যমিল এর মতো
পাশাপাশি থাকার প্রতিশ্রুতি দেয়
মনের মধ্যে ফের ভিন্ন সূর্যোদয়ের সম্ভাবনায়
জীবনের ইমন ফের বেজে ওঠে।
২.
অনেকগুলো দুঃখী বাঁক পেরিয়ে
ফের দেখার উচ্ছ্বাস ঢেউ এর মতো
ঝাপটা দেয় হৃদয়ের তীরে
মৃত অতীত আবার সজীব ভেসে ওঠে
মুহূর্তেরা ফোটে ঘ্রাণময় ।
একে অপরের কাছে চিরবিস্ময়
দু’জনেই কৃতজ্ঞ সময় প্রবাহের কাছে,
তবে কি ফের মন-কেমনের হাওয়ায়
ভারমুক্ত উড়বে ওরা চাঁদের পাড়ায় ?
নতুন জীবনের মদের নেশায়
আরও পানাকাঙ্ক্ষী দু’জন মুখোমুখি
দর্শন ইন্দ্রিয় শুধু কথা বলে
উৎফুল্ল আকাশের নীচে ।
উন্মুখ দু’টি হাতের স্পর্শের উষ্ণতায়
আবেগে ভরা মধ্যদুপুর স্থির করে ফেলে
সূর্যাস্ত পর্যন্ত একসঙ্গে হাঁটা ।
