দোঁহা

প্রতীক মিত্রের কবিতা

 


 সহজ নয়

খুব সহজ নয়।
এক দশকের আলো-অন্ধকারের সাথে
এক দশকের ধুলোও সেখানে লেগে আছে।
বিকল্পগুলো এক এক সময় ধরা দেয় না
এমনকি মনেও।
ঘরে সাজানো দামী ফুলদানির সাথে
কিছুটা বোঝাপড়াও আছে হাতের কাছে।
দীর্ঘ পথে মনে পড়ে সেই আগের পরিচয়?
অভিমান নাকি আদর কোনটায় টপকে যায় সীমানা?
তোমার হাসি,আমার প্রত্যাশায় হাওয়া বদলে যায় অল্পক্ষণেও।
তবু দাঁতে হালকা ছোপের মতন মনে লেগে থাকে সংশয়।
এক দশকের আলো-অন্ধকারের সাথে
এক দশকের ধুলোও সেখানে লেগে আছে।
প্রজাপতির বাহারি ডানা,
এলো চুলে ঝিরিঝিরি হাওয়ায় সাঁতরাতে
থাকা…তবু খুব সহজ নয়।



ধাত

আপোষে চৌকাঠে রাখা পাপোষে
দমে গেলেও, গতি কমে গেলেও
বদলে যায়নি ধাত।
এখনো অভিভূত হই
গতানুগতিকের অথৈ
টপকেও যখন ঝিলিক দেয় তোমার গজদাঁত।
এ প্রণয় যদি অভ্যেস হয়
আমি মেনে নিতে রাজী।
এ প্রণয় যদি হয় শারীরিক… হোক
মৃতপ্রায় মননে জ্যান্ত থাক কোনো একটা তো ঝোঁক?
কার্য কিম্বা কারণ
বলার মতন নয় সাতকাহন
তবুও অভিভূত হই
গতানুগতিকের অথৈ
টপকেও যখন ঝিলিক দেয় তোমার গজদাঁত।
আপোষে চৌকাঠে রাখা পাপোষে
দমে গেলেও, গতি কমে গেলেও
অত সহজে বদলে কি আর যায় ধাত?


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন