প্রেমিক-মেঘ
আকাশপথে উড়তে দ্যাখা, স্কুলের প্রথম শাড়ি!
লাজুক ডানায় মন কাড়াটা ছিল কি দরকারই?
তোমায় নিয়ে স্বপ্ন দেখার কিশোর ইচ্ছেগুলো
মেঘের পালক উড়িয়ে প্রথম রঙিন আকাশ ছুঁলো।
ভাবনা শুরু তোমায় ঘিরে, কল্পনা দূরগামী...
তোমার রঙে রঙিন স্বপ্ন মেঘের কাছে দামী।
প্রথম দ্যাখা হীরের কুচি কালোয় আলোয় মেশা।
আজও তোমায় দেখতে পাবার ব্যস্ততা হামেশা।
হাজার তারার ভিড়ে সে'মেঘ তোমার সঙ্গ ছাড়া।
একলা প্রেমিক হারাচ্ছে রোজ তোমায়, ধ্রুবতারা।
প্রেমিক ও'মেঘ তোমার প্রেমে শুধুই নিজের চোখে,
চোখের পলক পাশ ফিরে শোয় প্রেমবিলাসী শোকে।
আজও তোমার মুহূর্তদের গা ঘেঁষে পাগলামি।
মেঘ বোঝেনা, তোমায় পাওয়া নাকি না-পাওয়াটা দামী!
মায়াগাছ
মাটি থেকে দিগন্ত পর্যন্ত
তোমার আমার সম্পর্ক একদিন
তামাম পৃথিবীকে শিখিয়ে দেবে,-
সভ্যতর ভাব প্রকাশের আদি এবং
শেষতম অকৃত্রিম শব্দ 'ভালবাসা'।
অঙ্কুর থেকে বিকশিত শাখা, ফুল, ফল
তার সর্বস্ব বিলিয়ে দ্যায় ভালবাসায়।
মাটির প্রতি শিকড়ের ভালবাসা।
অল্প অল্প ভালবাসা পুঞ্জীভূত হ'লে মায়া।
নিঃস্বার্থ ভালবাসা মানুষকে
রূপান্তরিত করে গাছে।
আমি গাছ হয়ে বাঁচতে চাই আর...
উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে বলতে চাই,
এসো, আমরা একবার গাছ হয়ে বেঁচে দেখি...
গাছ হয়ে, মায়া দিয়ে সাজিয়ে তুলি বাগান...