একটি ক্ষত্রিয় কবিতা
রাজ সম্ভাষণ বৃথা এখন
পদ্মগন্ধ অভিমুখে
প্রণয় সূচনাপূর্ব
রাজকীয় সঙ্গ সমীপেষু
অস্থিতু হওয়ার বাসনায়
প্রত্যুত্তর কেবলই...
নিরস্ত্র লক্ষ্যভেদী
রসধারা স্নাত শিখরের ঢালে
সুস্বাগত বেশে মাহেন্দ্রক্ষণ
প্রমোদ বিহার
সুদূর ফুটে আছ প্রিয়
কপালে রেখেছ গাঢ় গান
ছুটেছে তরল বায়ু
সোনার কঙ্কণ নেবে বলে
আঁচলের চাঁদ খুলে দেব খেলাচ্ছলে
সাদা সুতোর চেয়েও হব মিহি
আরও এসো সজল,
এসো বর্ষায় নিয়ে অভয়মুদ্রাতে
আজ আকাশ
আমার দিকে গোধূলি
সুদূর ফুটে আছ প্রিয়
কপালে রেখেছ গাঢ় গান
ছুটেছে তরল বায়ু
সোনার কঙ্কণ নেবে বলে
আঁচলের চাঁদ খুলে দেব খেলাচ্ছলে
সাদা সুতোর চেয়েও হব মিহি
আরও এসো সজল,
এসো বর্ষায় নিয়ে অভয়মুদ্রাতে
আজ আকাশ
আমার দিকে গোধূলি