দোঁহা

সুনন্দ ভৌমিকের কবিতা

 


দুয়ো

শান্ত আড়াল ছুঁয়ে
এসেছে যে রাত-হীন রাগ
তার স্বরলিপি ধরে
পরিত্যক্ত পাঁচিলের গায়ে
সেঁটে দাও সুখ

হাতে হাতে সুখ-সারি
গুটিয়ে নিয়েছে সংসার

একাকী তোমার পথ
বিজ্ঞাপণের খোঁজে
এই সবে বাঁক নিয়েছে

নিষ্ঠুর বুড়ো-আঙুলের দিকে ।  


প্রশয়

যেদিন, নিঃশব্দ
চেপে বসে শিরায় শিরায়

প্রকাশ্যে
তর্জনী উঁচিয়ে দিই
তোমার দিকে

লজ্জায় জড়ো হয়ে আসে
দু-পায়ের পাতা...

আরও নীচু হয়ে যায়
চঞ্চল চাহনি আমার ।

 






 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন