সুতপা সোহহং
বিতান যাচ্ছে দীপের বাসায়। জরুরী তলব। নেতার ছেলে বলে দীপ প্রতিবার বিনা পরিশ্রমে ফার্স্ট হয়। আর বিতান সত্যিকারের প্রথম হলেও বরাবরই দ্বিতীয়। গতকাল দীপ কুকুরকে মারতে গিয়ে উল্টে কুকুরের কামড় খেয়েছে। বিতান যে তাতে কত খুশি হয়েছে সেটাই ওকে ফোন করে জানিয়েছিল। কিন্তু ফোনটা দীপের মা ধরেছিলেন। আজকে তিনিই ফোন করে যাওয়ার কথা বলেছেন। কপালে যে কী আছে সেটাই বিতান ভাবছে। প্রথমবার যাচ্ছে। কিছু একটা নিয়ে যাওয়া দরকার। রাস্তার ধারে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। নিতে নিতেই জোর বৃষ্টি এল। বিতান কাক ভেজা হয়ে দীপদের বাসায় পৌঁছালো। সদর দরজা খোলাই ছিল। বিতান সটান ঢুকে গিয়ে এদিক ওদিক তাকাতেই দীপকে দেখতে পেল। ইনজেকশন নিয়ে জ্বরে কাতরাচ্ছে। বিতান বলে উঠলো 'কুকুরের কামড়ের জন্য congrats.' দীপ রেগে 'মা' বলে ডাক ছাড়ল। মুহূর্তে বিতান দেখল এক জাঁদরেল মহিলা ঘরে। ও উঠতে গিয়ে দেখলো ভেজা কাপড়ে সোফা ভিজিয়ে ফেলেছে। বিতান ওনার দিকে মধুর হাসি দিয়ে বললো ' দীপের এই বিশাল উন্নতিতে একটু মিষ্টি মুখ হয়ে যাক। গরম গরম জিলাপি এনেছি'। মুহূর্তে ভদ্রমহিলার তাকানোর ভঙ্গি দেখেই বিতান বুঝলো আর এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয়। জিলাপির ঠোঙ্গাটা বিছানায় রেখেই ও তড়িৎ গতিতে বেরিয়ে পড়লো। সম্ভবত এখন জিলাপির ঠোঙ্গাটাও বিছানা ভিজাচ্ছে। বৃষ্টির জলে প্লাস্টিকের ঠোঙ্গাটায় কম করে হলেও আধ লিটার জল ছিল।