অভিমান
কথারও বাহির আছে, ঘরও;
তাহাদের ঘন আনাগোনা অবিরাম।
ছাউনি কোথাও আদিগন্ত
খোলা কোথাও আকাশ, তার
আনত রঙিন মুখাভাষ।
শব্দ গুচ্ছে ফুল, ফল, পাখিদের গান
পাঠ ও প্রকাশ নিরন্তর
থরোথরো, ঘুমের অতলে স্বপ্ন,
পালকের নীচে যত অভিমান।
২.
পাতায় সুতীক্ষ্ণ কাঁটা জেনে
শিউলিরা গিয়েছে দূরান্তরে
রসের সন্ধানে।
তাড়া আছে, টানও, কাম ও কামনা
ফলহীন শিরে যত জ্বালা ও যন্ত্রনা।
বয়স বেড়েছে, খাঁজে খাঁজে তবু ঢেউ
দেহ স্থির –
সরল, সুঠাম দাঁড়িয়ে বৃক্ষ খর্জূর,
প্রণাম করবে তাকে!
