দোঁহা

শুভাশিস সেনগুপ্তের কবিতা

 


কে কাঁদে

কে কাঁদে? ওখানে কে কাঁদে?
তিন ফার্মা জীবনের বই 
মৃত্যু এসে বাঁধে 
পড়ে থাকে ছাইভস্ম-
স্মৃতির মতন কিছু ভারি
পাঠ করে উত্তরসূরী।


চাঁদ 

মন্দির চূড়ার ওপর 
যে চাঁদ দেখেছি আমি 
সে চাঁদই তো মসজিদে দেখি-
তোমরা কিভাবে বলো-
চাঁদে-চাঁদে মিল নেই...
ভাবে ও ভাবনায় শুধু ফাঁকি?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন