সন্ধ্যা
সন্ধ্যার ভেতর কিছু স্তব্ধতা থাকে
থাকে কিছু গূঢ় হৃদস্পন্দন
ঘরমুখী যাত্রীরা সন্ধ্যার প্রতীক্ষায়
ঘরে ফিরবে বলে।
পাখিরাও রাত্রী হলে শান্ত স্থির শাখায় শাখায়
স্তব্ধতার আকাঙ্খা করে।
শেষ আলোর মৃদু নিবিড় স্বর
ছুঁয়ে থাকি তার স্নিগ্ধ আভায়।
সন্ধ্যা নামছে দূরে ইছামতির তীরে
আমাকে ছুঁয়ে আছে তার নম্র আলোটুকু।
ঘর যদি থাকে তবে সন্ধ্যাতেই ফিরে এসো
পাখিরাও ওড়ে না সন্ধ্যার ছায়ায়।।
ব্যক্তিগত অনুভূতিমালা - ৩
আমার কোন ঘরবাড়ী নেই, আছে এক
হৃদয়াশ্রিত ঠিকানা,
এক একটি রাত জ্বেলে দেয় সবকটি নক্ষত্রপিদিম,
আলোকিত হয় আমার
সংকেতপ্রবণ উজ্জ্বল জ্যোতিষ্ক শরীর,
স্তব্ধতার ভেতর জেগে থাকে আমার
স্নায়ুসন্ধির সৌন্দর্য।
