দোঁহা

মহম্মদ সামিমের কবিতা

  

ঝোঁক 

শর্তহীন পেয়েছি এমন ঝোঁক!
সেই ছায়াঘন চোখে বারবার ঝুঁকে, খুঁজে গেছি বৃষ্টি-অভিলাষ 
সারা জীবন অদৃষ্ট জ্বরের চাদর গায়ে 
হেঁটে গেল একটি শরীর
অগ্নিদগ্ধ বুক বহন করে নির্জন বেদনার ঘ্রাণ 
কিছু সন্ধি ছিল, কিছু বিচ্ছেদ 
প্রিয় গোধূলির সোহাগ নেই আজ 
কত ছায়া পেরিয়ে এই অবেলায় 
তোমার আঙুলের আদর থেকে আলোকবর্ষ দূরে
একা একা ডুবে যাই তোমার অশ্রুস্নাত চোখের অতলে।


অশ্রুমুখর

তাহলে কীভাবে জেগে উঠব?
নত মস্তকে ঘুমের গভীরতা ছুঁয়ে
সেই এক অনন্ত সহজ আহ্বানে 
সেই উজ্জ্বল চোখের পুণ্য বাঁকে
আশ্চর্য সেতু হয়ে উঠলাম আমি!
মেঘ ভেঙে নেমে আসে মনখারাপ
বৃষ্টির গল্পে আনমনা ফেরিওয়ালা 
কী নিবিড়! পথ এঁকে দেয় পদচিহ্ন। 

বাতাস ঘন— ভারি দুপুরের জানালায়
স্মৃতিকাতর হয়ে ওঠে। শ্রাবণ ঝরে বুকে 
গুমোট সংসার টেনে নিঃস্ব তুমি নীহারিকা 
অঝোর বৃষ্টির মতো কেঁদে ওঠো একা।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন