দোঁহা

রাখী সরদারের কবিতা

  


ভালবাসা

গান যদি জাগে, বিচ্ছেদের প্রাচুর্যেও
এমনই প্রতিভা তুমি
এতটুকু অশ্রুজলে
তুমি হ‌ও পারিজাত মালা

এসো মধুর সুরভি,এসো সুর
এসো পৃথিবীর প্রথম বিস্ময়!

এই ধূলিমলিন শরীর ঘিরে
যত মায়া,তত শোক
তাও,তুমি স্পর্শ দিলে
বুকের ভেতর উছলে ওঠে
             কোমলগান্ধার চন্দ্রালোক!

                     


বনভূমি

একে পাপ বোলো না, এমনই পুরুষের বনভূমিতে

আমিও নিয়মিত অবাক হরিণী হতে চাই;সান্ধ্য টিলার উপর কিশোরী চাঁদের সুবাস,উজান বেয়ে আসা  কমলা মাছের চোখে থলকমলের শোভা – দূরে কোনও নরম তিতিরের ডাক – নিবিড় ধানফুলের হাওয়া

এই সব ভাবলেই
এমনই সেই পুরুষের নিরাভরণ অরণ‍্যে শ‍্যামা হতে ইচ্ছে হয়

যার আদরে যমুনাও মরে গিয়ে বারংবার নীলজলে একাকার!


                

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন