দোঁহা

রথীন পার্থ মণ্ডলের কবিতা


 

খোলা আকাশ 

ঘরে ঢুকতেই ঘর
আমায় প্রশ্ন করে--
'কিসের আশায় ঘরে ফিরলে?'
কোনো উত্তর দিতে পারি না

'ঘরের মানে কি?'
কোনো উত্তর নেই আমার কাছে

এমন একটা দিনও কাটে না
যখন ঘর আমায় প্রশ্ন করে না
'কার জন্য ফিরলে?'
বোবা হয়ে যাই

সত্যি বলছি,
প্রশ্নের জ্বালায়, জীবনযন্ত্রণায়
প্রতিদিন এতটাই জর্জরিত হই যে,
নিজের সাথে, নিজেকে নিয়ে
এখন খোলা আকাশের নীচে হাঁটি
জীবনের বুকে ফেরৎ আসার অপেক্ষায়।।
 

ঘরের ভেতর ঘর

ঘরে ঢুকলেই ঘর
আমার কাছে জানতে চায়
ফিরে আসার কারণ

কিসের আশায় কার জন্য
ফিরে আসতে হবে ঘরে
এসব প্রশ্নও বড় বিদ্ধ করে

এমন অনেক প্রশ্ন শুনতে হয়
যার উত্তর দিতে
ফিরতে হয় ঘরের কাছেই

জানো,
এই প্রশ্নোত্তরের খেলায়
ঘরে বাইরে আসা যাওয়ার পালায়
মান অভিমান জমতে জমতে
খোলা আকাশের নীচে
এখন নিজেই নিজের ঘর হয়ে উঠি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন