দোঁহা

পলাশ পালের কবিতা


বলবো সেদিন

আমি বলবো সেদিন...
যেদিন এই ক্লান্তিহীনতার পথ 
বিষন্ন সীমান্তের কথা বলবে,
যেদিন কাঙ্খিত পথে না পাওয়ার লড়াই 
আনন্দ দেবে আমায়,
আমি সেদিন বলবো...
যেদিন শত শত বিবেকের ব্যারোমিটার 
সমাজ জুড়ে কথার জলীয়বাষ্প ছোঁবে,
যেদিন বিফলতায় হৃদয়ের অবোধ্য বর্ণমালা 
দম্ভের বিলুপ্তির কথা বলবে,
সেদিন বলবো...
যেদিন মানবিকতার অক্ষাংশ 
স্পর্শ করবে প্রেরণার বৃষ্টি,
যেদিন তোমার আত্মিক প্রশ্ন ক্রমশঃ ক্রমশঃ..!
আমি সেদিন বলবো...
 
 
সুবর্ণরেখা 

অভিমানের কৌটোয় রেখেছিলাম 
একমুঠো তৃষ্ণার জল 
ছুঁয়ে দেখেছ তুমি 
নির্বিঘ্ন রাস্তায় পড়ে থাকা 
তৃষ্ণার্ত কবিতা?
তার চোখের জলে আমি 
উদার অপরাহ্নকে দেখি
ছুঁয়ে দেখেছ তুমি 
এক বিন্দু জলে ভেজা 
অসমাপ্ত বিরহ?
ভেবে দেখেছ?
আমার হাতের তালুতে আজ
সুবর্ণরেখা হেসে ওঠে...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন