ভারতবর্ষ
প্রথম পান্থপাদপের পরিণামে
পিপাসার বুকে জ্বলেছে পূর্ণাহুতি
মরুতীর্থের আগ্রহী অভিরাম
ফুরোয়নি তবু, প্রাণাঙ্কুরের দ্যুতি
ছড়িয়ে পড়েছে দ্বিতীয় পান্থপাদপে
হয়ত এবার তৃষ্ণা স্নিগ্ধ হবে
যেভাবে কুঁড়ির গভীর গোপন থেকে
জীবনে মরণে যে উৎসারিত তার
করুণা মধুর স্বদেশের ভৃঙ্গার
পথের ধুলোয় পৃথিবী গিয়েছে রেখে
ধুলোর প্রান্তে সজল মাটির স্পর্শ
এঁকে রেখেছিল একটি ভারতবর্ষ
হাথরাস
মার্চ মাস। সর্বোচ্চ রেনেসঁর ক্রমশ রক্তিম
হয়ে ওঠা রৌদ্রের মতন
হেসে উঠে ভার্জিল জানালেন, এর চেয়ে বেশি
দূরে আর
যাওয়া যে সম্ভব নয় আমার প্রজ্ঞার
দেখা দিল বিয়াত্রিচে স্বর্গের দুয়ারে সঘন
সৌন্দর্য নিয়ে। দান্তে তার দিকে
ঈষৎ অন্তিম
প্রার্থনার মতো দ্রুত প্যারাডিজো লিখে
হারিয়ে গেলেন এই প্রজ্ঞাহীন প্রেমহীন
ইনফার্নোয়