দোঁহা

অভিজিৎ দাসকর্মকারের কবিতা


সৌমি কবিতা

১.

যদি রাতের আড়ালে বলি
তোমায় ভালোবেসেছি
যদি উড়ে গিয়ে বসি হৃদিশব্দে

তাহলে
ওগো পীতাম্বরি মেয়ে
জায়গা দেবে? আঁচলে এখনো পরবাসী আঘ্রাণ

জানো! পুবের পাড়ে যে তরঙ্গ সঞ্চার 
বেতারসুরে আবহমান

তার পাশ দিয়ে স্বেদজল আজও
লবনমুক্ত

হাসতে হাসতে কখন পৌঁছে গেছি
অবলীলা আচমন করে

এমন শাণ্ডিল্য গড়ণে
রাঙামাটি হয়েছে শুভ্রের সমান

কীভাবে বিকেল নামে
কীভাবে সেতার বাজে

আবহে



২.

তোমার অস্ফুট হাসির মাঝে 
নাম লিখতে দিলে

আকাশ
বাতাস
আর নক্ষত্র লিখবো

মিটি মিটি করে জ্বলবে ভিতর
মল্লভূম 
গোঁসাই

তবে শব্দরা তোমার কুম্ভে বিলিন 
কালীন সময়েও দ্রাঘিমাসম এক

নিরন্তর মনন

সাড়া দিও অনন্তে, যেখানে
কখনো মেঘ আসে না, অথচ

বৃষ্টি হয় আঁচলের গন্ধে



৩.

সামান্য ভালোবাসার সময় 
অনেক পাখি ওড়ে

জল বয়ে চলে আলপথে

কখনো মেঘ হয় মন
কখনো বৃষ্টি হয় মন

তুমি বিকেলের স্নিগ্ধ বাতাস

একটু হলুদ হও একান্তে
আবার নতুন হও বসন্তে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন