আলো
আগুনের একশো সমার্থক শব্দ
কিংবা মৃত্যুর গোটা পঞ্চাশেক
বিপরীতার্থক শব্দ
সবেই আমি ছায়া শব্দটা
খুঁজে পাই।
বিজ্ঞানীরা ঠিকই বলেন,
আলো কোনো
ব্যাকারণ মানে না।
ভাগশেষ
আনন্দকে আনন্দ দিয়ে ভাগ করলে
ভাগশেষ হিসেবে পরে থাকে
কিছু অবয়বহীন গুপ্তচর।
যাদের নিজস্ব আয়না নেই
কিন্তু আছে
কিছু নিজস্ব প্রশ্ন।
সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে
আমি আবিষ্কার করি
তোমার তো তুমি আছো
আমার তো আমিও নেই।