লকডাউন
দেহ আজ ক্ষীণ জীর্ণ ছায়া
কেন যে অসুখ গলায় নিলাম
তুমি বুঝি কোন জাদু জানতে!
রহস্যময় ঝর্নার জল আচম্বিতে জলপ্রপাত।
কেন যে হঠাত কৃষ্ণচূড়ায়
একটা দুপুর থমকে গেছে
দল ছুট এক ছোট্ট বিড়াল
সারা পাড়া জুড়ে মাকে খুঁজছে।
সারা গ্রহ জুড়ে আমি খুঁজি কাকে
নিরুপায় রোদ অতলান্তিক
তোমার শরীরে তুমিই জাগছ
আমি তো কবেই ঘুমিয়ে গেছি।
বুকমার্ক
মুখবন্ধে বসে আছ তুমি
শেষ পৃষ্ঠা ওলটাব কী করে?
স্মৃতির সরণিতে একফোঁটা মেঘ নেই
তবু সারারাত অক্ষরের বৃষ্টিপাত
আদরের ছাতা নিয়ে হাঁটি
বই না নারী? নদী আর ভাবছি না তোমায়।
শেষ থেকে শুরু কিংবা শুরু থেকে শেষ
তোমার সাথে শেষ দেখা সাতাশ দিন আগে
মুখে তোমার মিলিয়েছে পুরনো ব্রনর দাগ
নতুন বইয়ের মত ঝকঝকে শরীরে
অক্ষরবৃত্ত আঁকি খোলা পিঠে
ডাকনাম লিখে মুছে দেয় আবিল দুপুর।
সত্যি বল কী চেয়েছিলে
আমাকে না আমার লেখা?