দোঁহা

কুণাল সিংহের কবিতা


পথ্য

এইবার তুই সত্যি ভাবতে পারিস
নিজের মত আমাকে বাদ দিয়ে
সত্যি উড়তে পারিস এবার তুই
আকাশ ছাড়া নীল রঙটুকু নিয়ে
ছুঁয়ে থাকা হাত ছেড়ে গেছে নিশ্চয়
গভীর জল সে সরল মনে হলেও
সাবধানে যাস সম্বল করে পথ
পাথেয় বলতে ফেলে আসা বিস্ময়    


মিটমিট

আমিতো ঠিক বোঝাতে পারিনা তবু
ছুটেই চলেছি কী ঠান্ডা ভয়াবহ!
শূন্যতা কি উষ্ণতা থেকে দূরে ?
‘যেখানে আলো সেখানেই উষ্ণতা’    
এই কথা বলে ধরেছিলে হাত জোরে
ছায়াপথ ছেড়ে তারাটিকে গিয়ে ছোঁবে
তারার উঠোনে অলীক চড়ুইভাতি
ঠোঁটে ঠোঁট রেখে সম্পাদিত হবে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন