ব্যবধান
"Sometimes the solitary voice can be the best one."
-Frank Miller
নিঃসঙ্গতা আসলে তেমন কোনও
অপরিহার্য বিষয় নয়।
প্রলেপের ভয়ংকর স্তিমিত দুপুরে
ধীরে ধীরে অপনেয় সমস্ত স্মৃতি জড়ো হয়।
সময় ও দূরত্বের অনুপাতে মেপে,
লংশটে এক বিস্তীর্ণ অন্ধকার স্পষ্ট হয়
ক্যানভাস জুড়ে দীর্ঘশ্বাস আর কিছু অপেক্ষা
নিজেকে বিচ্ছিন্ন করার মুহূর্তেও,
উচ্চারণগত সত্যতা বজায় রেখে
আজও আমি সময়ের সাথে দীর্ঘ পথ চলি।
নিহিত শব্দের আদলে
এখন আমি মেলে ধরি নিজেকে।
চুপিসারে জমিয়ে তোলা সমস্ত বোধ একত্রিত করে,
জীবনের শুদ্ধতম ইতিহাস রচনা করি।
একা
"Life is a tragedy when seen in close-up."
-Charles Chaplin
বড় একা লাগে।
নৈঃশব্দ্য যখন অন্যতর আশ্রয় খুঁজে নেয়,
সেই নিরুচ্চার বেদনাই শিল্প হয়ে ওঠে।
যে কোন নির্মাণের গা থেকেই বিচ্ছুরিত হয় আলো
যা নিঁখুত, লাবন্যময়, অথচ চরম বেদনার।
একা থাকার মধ্যে কোন অনিমিখ যতি চিহ্ন নেই,
তাই, কোমলে ও কড়িতে তা শুদ্ধতা হয়ে ওঠে।
রং ও বেরঙের বিস্তারে নির্মিয়মান আলো,
জীবনের ধারাপটে আবহমান এক বিন্যাস সৃষ্টি করে
সম্প্রসারিত হয় পূর্ণতা,
শূন্যতার বিকল্প প্রতিস্থাপন স্পষ্ট হয়।
বড় একা লাগে।
তবুও,
অণুবীক্ষণের নিভৃতে ফুটিয়ে তুলি না অসুখের গন্ধ।
বরং, বিষণ্ণতার নৈর্ব্যক্তিক বিস্তারে
ভালোবাসার অমোঘ আশ্বাস প্রস্ফুটিত হয়।
সময় সীমাহীন,
এখন শুধু আজীবন ভেসে থাকার অজুহাত।
এখন শুধু প্রিয়তম বিষাদ।