বনজ মেঘ
উলের ভেতরে কুন্ডলী পাকিয়ে রয়েছে
ধার্য করা কতগুলি বাস্তবিক শীত রাত।
রাত মানে সপ্তাহ কাটানো পাহাড়ি গ্রীবা
জানালা বেয়ে ওঠে ব্রোঞ্জ ঘাস সরীসৃপ
মনগড়া স্পর্শের আঁচের অহেতুক ভীড়ে
স্বভাববিরোধী কিছু তাপ পুরনো হলেও
স্ফুলিঙ্গ দৃষ্টিকটু হয় না তীরবিদ্ধ ভোরে।
ভোরে সুন্দি তরুণাস্থি কাছিমের খোলস
খোলসে টুপটাপ পাখিফুলের অভিযোগ
যে তোমাকে জলাঙ্গী ভেবে কাছে ডাকে
সেই যুবকের বুকপকেটে শুষ্ক মেঘ নেই
মেঘের রঙ আটপৌরে শাড়িতে জ্বলছে।
ধূপ
গতকাল রাতে মেঘগুলো তোমায় দিইনি,
সেগুলো পাঠিয়েছি আমার মতো রঙের
এক জীবাষ্মকে, যা প্রতিদিন আনকোরা।
তুমি বরফ চাপা দিয়ে রাখলে হয়তো বা
ওটা কোনো মিউজিয়ামে জায়গা পেতো,
সমাবেশ গহ্বরের ধোঁয়া বোতলে নিলেই
ধূপগাছের অস্বীকার ধূমায়িত হয়ে ওঠে।