দোঁহা

সমিধ গঙ্গোপাধ্যায়ের কবিতা

 দেশভাগ

একটা পাঁচিলের বুকে
একটা বেড়ালীর হেঁটে আসা -
বিকেলের ঘাড়ের কাছে
অবলীলার কামড়

আরেকটু ঝুঁকি নিলে দিগন্তের মুঠো
বড় আলোচক হবে

পাঁচিল অনেকটা উঁকি মারে
যেখানে শৈশবহীন খেলা -
হাতপাখার হুটোপুটি
খালতুতো বয়ে যাওয়ার নীতি

বেড়ালী ধারণ করে রাখা বৃন্তটি
রূপকথার কামড় ছাড়তে জানে না...


প্রাকৃতজন


সাবানের চেয়ে বেশি প্রিয়স্থান
স্পর্শ করিনি

গণিকার ঢিল ছোঁড়া দূরত্বে
গণিকার প্রেম বসে থাকে

শ্লেষ্মাবাহী হরিণে মৃদু অনুযোগের চাঁদ

প্রপঞ্চের কাফতান নিহিত সংক্রান্তি খুলে
বাড়ি বয়ে দোষ বাছে -
এক মাঘে সবটা যেতে নেই

যে মৃত্যু শিশুকাল থেকে অন্যের ঘাড়ে দায়;
সে'ও একবারই শুধু 'প্রিয়তম' হবে বলে
খেউড়ের কিস্তি ঘেঁটে তোলে

সমের কাছেই...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন