দোঁহা

মালা ঘোষ মিত্রের কবিতা

 


 বন্ধন  

তীব্র আলোড়ন শুধুই হৃদয় জুড়ে
স্নিগ্ধ বিকেলে আলো-আঁধারি নামে
স্নায়ু, রক্ত ভেতরে -
ডানা ঝাপটাতে ঝাপটাতে আলো পড়ে
চোখে, অনলমেঘ, উড়ে আসে সাদা পায়রা
দেবদারু পাতারা ঝরে শিরা বিন্যাস পাহাড়ে
রৈখিক বন্ধনী আরো দৃঢ় হয়।
ধ্রুবতারা আকাশে
প্রজাপতিরা পরাগ মিলন করে অপরাহ্নের আগে
পাহাড় নামে সমতলে
তারপরেই তো সুখনদী।
থোকা থোকা ফুল।
 

বীজ   

মোহিনীমন্ত্র শিখে নিতে ব্যস্ততা ভুলি
ঘুরপাক খেয়ে মরে জোনাকি,
স্বরলিপি থাকে বিরহের।
গাঢ় হয়ে ওঠে সোহাগী জল।
ইদানীং শোনা যায় নিশি পাওয়া কথা
সর্বনাশের ঘ্রাণে ছলাৎছল নদী।
নতুন ইঙ্গিতের লুকোচুরি খেলা
বাকল নিয়ে ঋজুতা বাড়ে
অতলান্ত মায়া বিষাদঘন জলে।
প্রলয় পেয়ে উথলে ওঠে সুখ।
অবৈধ বীজ রোপণ করা -
উপায় থাকে রূপকথা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন