দোঁহা

মারুফ শরীফের কবিতা

  


আমার জন্য

এক বৃষ্টি বিকেল বারান্দাটা আমার জন্য রেখো।
ভেজা ঝরঝর বারিমাখা বিকেলটির সীমানা পেরিয়ে
আবছায়া নিয়ন সন্ধ্যাটা আমায় ছুঁতে দিও।
বৃষ্টি রঙ সাদা ফিনফিনে শাড়ীটা জড়িয়ে রেখো
তোমার শরীরে— আমার জন্য!
আমি কেবল শেফালি বকুল জবা শিউলি মাখা
বৃষ্টির ঘ্রাণ নেবো।
নেবো কেবল তোমার প্রেম মাখানো ফুরফুরে বাতাসের
মেঘ শীতল শ্বাস-প্রশ্বাস।
রেখো, জমিয়ে রেখো, জড়িয়ে রেখো—
রেখো, তোমার উদলা চোখের কার্ণিশে;
আমার জন্য, কেবল আমার জন্য।


ম্লান বিকেল নিংড়ে

তার মন পেয়ে গেছি ভেবে-
জেগে জেগে রাত গেঁথেছি যে মালায়,
আজ সে অন্যের রঙিন ফানুস ওড়ায়-
আমার চিনিয়ে দেয়া আকাশে।

আমার অশ্রুজলে দু'জনে জলকেলী করে।
বিষন্নতায় নেতিয়ে পড়া সন্ধ্যা মালতি
নতুন ফুটিয়ে হাত বদল করে চোখের ভাষায়।
পুরনো কথায় নতুন শেখা হাসিতে লুটিয়ে পড়ে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন