দোঁহা

ময়ূরাক্ষী গঙ্গোপাধ্যায়ের কবিতা


অসমাপ্ত 

ভাঙ্গা ইনজিন হাপিত্যেশ মাঝপথ
অসমাপ্ত মাইলের চোখে জল
তখন আকাশ ধোঁয়াটে অপেক্ষায় 
মৃদু নিঃশ্বাস বুক ভার কোলাহল

ছোট্ট দু-পায়ে লাফিয়ে কৈশোর
পশমে পশমে ভরে গেছে সব খাদ
চাপা কুলকুল স্রোতের ক্লান্ত স্বর
বোনা সোয়েটারে গল্পেরা চুপ চাপ

আমি তুমি যদি হেঁটে যাই বহু বাঁক
শেষ যেখানে সূর্য পড়েছে ঢলে
রডোডেনড্রন তখনও অবাক চোখ
উত্তাপ বুঝি লুকিয়েছে অজুহাতে

এক আঙুল দূরত্ব কুয়াশায়
মিশে যেতে যেতে ছায়া হয়ে আসে ঘন
জানলার কাচে জমা হলে সব ফোঁটা
হৃদয় বুঝি অকাল স্পর্শ পেলো


ফেরা

অস্তমিত এক সূর্য লাল আকাশ
আর ভেজা বালির মুছে যাওয়া দাগ
এক বুক সমুদ্রের নিদারুণ মোচড়
আর ভাঙা ঝিনুকের কান্না 
ফিরে ফিরে আসা 
পা-ছোঁয়া ভালোবাসা নরম ঢেউ
আকাশ চিড়ে ভেসে আসা কবিতা
ডানা ঝাপটানো সন্ধে
নোনা গন্ধে নিংড়ানো শব্দ আর 
জলের আঁচড়ে ধুয়ে যাওয়া প্রেম 
একটা কালো ভোর আর নীল রাত
সমুদ্রের বুকে মিশে
কবিতা ফিরে যায় ডানা ঝাপটে 

দিকভ্রান্ত নাবিক যদি 
কম্পাসে বাঁধে তাকে

ঢেউ ফিরে আসে
ফিরে ফিরে আসে

ছু্ঁতে চায় 
মুছে যায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন