দোঁহা

মোহন দাসের কবিতা


অবহেলা

বর্তমানে আমাদের দেহের অভীকর্ষ ত্বরণের মান শূন্য
তবুও উল্টে যাওয়া চৌম্বকের মতন আমরা
ক্রমশ দূরে সরে যাচ্ছি...

একবার তুমি আমার কাছে আসতে চায়ছ
আমি সরে সরে যাচ্ছি
আর একবার আমি যেতে চাইছি
তুমি সরে সরে যাচ্ছো।

আমাদের মাঝখানের এই বিকর্ষণ শক্তির নাম অবহেলা
যা আমাদের দু'জনেরই অভিমুখ বদলে দিয়েছে
এক ঝটকায়।



অকপট

চশমার কাচে লেগেছে তাঁর বুক, প্রেম
ভালবাসলাম।
ভগ্ন নগরের নীচে পুঁতে দিলাম
আগামীর ভবিষ্যৎ

তারপর আবিষ্কার করলাম মাটির ঘ্রাণে কচি ঘাসের উপর
বেনামী বন্দর।

যেখানে ভালবাসতে সম্পূর্ণ নগ্ন হতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন