রূপান্তর
সন্ন্যাসী বৃক্ষেরা যেমন বল্কল ত্যাগ করে বা পর্ণমোচী,
সরীসৃপের খোলস যেমন এক বার্ষিক রূপান্তর,
বিছানার চাদর পাল্টানোর মতো নারী পাল্টানো বিকৃত ভালোবাসার কামুক রূপান্তর। রূপান্তরের কবিতা...
স্বার্থের চাদর পাল্টানোর কবিতা না লিখে
লিখতে চেয়েছিলাম মুখোশের খোলস ছাড়ানোর কথা, চর্ম চক্ষুর নির্লজ্জতার খোলস ছেড়ে চক্ষুলজ্জার অলংকারের সৌন্দর্য বৃদ্ধি করার কথা
খোলসের ভিতরের হিংস্র অমানবিক মুখোশের ভয় কচ্ছপ বা শামুক খোলসে আশ্রয় নেয়, তাই খোলস ভেঙে খোলস ভাঙার বহুরূপীর রূপান্তরের কথা লিখতে চেয়েছিলাম।
ঈশ্বর না শয়তান
কনডেমড্ শেলে থাকা প্রাণ বড়ো হতে থাকে, শাপগ্রস্থ জীবন না আশীর্বাদ লেখা রয়েছে করকমলে এখনো স্পষ্ট নয়। একটু একটু করে বড়ো হয় আবেগের মায়া, ঘন হয়ে ষড়রিপু বাসা বাঁধে নাড়ির মাকড়সার জালে।
আধুনিক রাজনীতির সভ্যতার ঈশ্বর- শয়তান দুপক্ষই বলে কনডেমড্ জীবনের প্রাণে আমার ধর্ম লগ্নি করা আছে। গর্ভ অন্ধকারে উজ্জ্বল নক্ষত্রের ক্রমবর্ধমান যৌনতা ফুটে উঠে, ভঙ্গিল পর্বতের অস্থিরতায় পৃথিবীর জল ভাঙে, বিপ্লব ঘনীভূত, ঝড় উঠে, সে তুমি ঈশ্বর না শয়তান?