দোঁহা

সজল কুমার টিকাদারের কবিতা


কথা-পাথর

এক টুকরো কথা-পাথর
চাপা দিয়ে রেখে গেছে কেউ।

আমি তো বরাবর ঘাস! অথবা ঘাসেরই মত।
কোনো আলো আসছে না সেই থেকে।
তারউপর শরীরের সবুজ রক্তটুকুও
                              ধীরে ধীরে ফিকে হচ্ছে...
মৃত্যু এগিয়ে আসছে ক্রমাগত!



হাজার প্রদীপ

ঘরে একটুও আলো ছিল না।
অন্ধকারের হাঁ চেটেপুটে খেয়ে নিয়েছে তাকে।
এমতাবস্থায় ধাক্কা খেতে খেতে জীবনের হাতে ঠেকে
ভাস্কর চক্রবর্তীর 'কবিতা সমগ্র' প্রথম
তাকেই আকড়ে ধরি তারপর।

যার ভিতরে ছিল হাজার প্রদীপের গমগম!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন