ফোকাস ১
কথার রঙ ভাতের মতো সাদা
ভাত বাড়লে শব্দ নিরুদ্দেশে
স্পর্শ করে ধোঁয়ার মতো সব
ঝগড়া হলে দুজনে একপেশে
অক্ষরেরা মিলন প্রত্যাশী
স্বরবর্ণ প্রেমিক, অবারিত
মনের ঘরে রান্না করে নিলে
কথায় সুরে গান গেয়ে যায় শীতও
পাতা ঝরার শব্দ সারারাত
চওড়া কাঁধে চাঁদের নত মুখ
সাজাই তবু শিশির মুছে যায়
হয়তো আমি প্রকৃত উজবুক
ফোকাস
আমার চা বানানোর আগুন চিনি কাপে
তোমার মুখের ছবি ধোঁয়ার মতো কাঁপে
চুমুক দেবো কালো মেঘে বৃষ্টি হবে খুব
ত্বকের কাছে এলোভেরা ঠোঁটের কাছে সুখ
অপার্থিব হাসিমুখের খুঁজছি অভিমান
লালচে রঙে জমিয়ে রাখি অজস্র আখ্যান
একটি প্রেমের থেকে তুমি নতুন প্রেমে যাবে
মন কেমনের স্মৃতি তোমায় তুমুল শোধরাবে