দোঁহা

নগরে - প্রান্তরে

 

জয়দীপ ব্যানার্জী       

যারা আমাদের ঘর বুনে দেন অথবা বাড়ি গড়ে দেন তাদের নিজেদের জীবন ধারার ছবি এই সিরিজের বিষয়। সেখানে উঠে এসেছে তাদের ছেলেবেলা, সংসার, বড়ো হয়ে ওঠার ছবি। রুক্ষ এই ইঁট, কাঠ পাথরের কিছু জ্যামিতিক রেখার সাথে তাদের শরীরি ভাষার গতিকে ফ্রেমে ধরা হয়েছে এই সিরিজে যেটা তাদের জীবন প্রবাহের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত।  

   













একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন