দোঁহা

উত্তম মণ্ডলের কবিতা


বিশ্বাস

ভেতরটা তছনছ হয়ে আছে
এস, মাতৃকোলের মত চোখ তুলে
ভালবাসাতে
অনুদার হতে নেই
সেকথা বুঝিয়ে দিয়েছি ভালবেসে
অবশ্য যারা পিছন থেকে লেলিয়ে দিল যুদ্ধে
তাদের চেয়ে তোমায় এগিয়ে রাখব
এই দেখ না বিরহ লিখতে কিছুক্ষণ আগে যা হল
থাক, সেকথা অজানাই থাক
যারা বিরহের গান আনন্দ করে গায় তাদের আমি মিথ্যেবাদী বলি
তাছাড়া বাটন টেপার ঠিক আগে আগেই দল না বদলালে বুঝতামই না
সঙ্গমের জন্য কেন চিত পেতেছ বুক
নিঙড়ে নিয়েছ কলমের কালি
কলমের প্রতি ভরসা ছিল
শুধু ছিল না বিশ্বাসের প্রতি বিশ্বাস

ভালবাসার জন্য ইনিয়ে বিনিয়ে
এতকিছুর পরিবর্তে
সোজা ভালবেসে দিলে
বিশ্বাস লিখে দিতাম পাতার পর পাতা



 কারুকাজ
 

ভালবাসতে নেমে বুঝেছি
আমার দুঃখে ভেঙে পড়ার মত
তোমার নরম মন ভালবাসার পৃথিবীতে বড়ই                অকাজের।
এই দেখ না,
সরকার বানিয়েছে অজস্র ভুয়ো প্যানেল
বঞ্চিতদের কষ্টে কাতর হয়ে বাতিল করে নি একটিও
তাও গদিতে বহাল।
ভালবাসা মানে রাগে রাগ দেখানো
দুঃখে ভেঙে পড়া নয় বুঝতে দেরি হওয়ায়
বিচ্ছেদ হয়ে গেল নীল - তৃণার।
বৈপরীত্যেই সবকিছু টিকে যায়,
যদি ভালবাসাকে শিল্প মানো
আর কারুকাজ বলতে এই ধর -
আমি ছলছল চোখ, তুমি শুকনো রুমাল
আমি নুয়ে পড়া জারুল শাখা, তুমি বলিষ্ঠ খুঁটি
আসলে ঝড় বৃষ্টির দিনেই তো আমাদের

             বেশি বেশি প্রয়োজন
                           একটি ছাতা ধরা হাত।

               

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন