দোঁহা

অরিজিৎ বাগচীর কবিতা


 ওয়াক থুঃ

আমি ভাবতে ভাবতে ভেবেছি

আমরা তো চোরের পুঁজীপাটা নই ,
তবে লাথি মারি এই চার অক্ষরের চোরের সাম্রাজ্যকে

শূন্যে ঝাঁপ দিই,
হাতে তুলে নিই কাস্তে হাতুড়ি

চোরের মাথা কাটি, থেঁতলে দিই নাটুকে সংবাদ
ওদের বাজারে মাথা বিকিকিনি হয় রোজ রাতে

আর আমার মাথায় ঘুরপাক খায় কবিতা
খেতে খেতে আসে
কখনও দালালি কখনও নজরুল
কখনও বা বিদ্রোহ

মৃত্যু এখন ফেরি হয় ঘরে ঘরে

বাড়িতে আমার খোঁড়া মা আছে
বাইপাসের বাবা আছে

বেঁচে থাকার নিমিত্তে
আমি কি বেছে নেব?

দালালি নাকি বিদ্রোহ?

যদিও শিরদাঁড়ায় কোনো প্রাইজ ট্যাগ এখনও
ঝোলাতে দিইনি, শুধু রাগে ঘেন্নায় ছিটিয়ে দিয়েছি মুখ ভরা থুতু

এই নে তোদের জন্য নূন্যতম ভেট
ওয়াক থুঃ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন