দোঁহা

মালা ঘোষ মিত্রের কবিতা



 সাঁকো   

ছায়া এসে পড়ে জলের কিনারে
তবুও বিষন্নতা ঘিরে ধরে,
পাঁচিলের ফাঁকে জন্ম নেয়
এক অশ্বত্থ, বৃষ্টি আসে
পাতারা চকচকে হয়ে ওঠে।
খসখস করে শব্দ তুলে
চলে যায় দাঁড়াস,
আতঙ্কে নিঃসাড়-
দীর্ঘ গাছের ছায়া পড়ে,
বিষন্নতা মিশে যায় ঝরা পাতায়
কিছু কি পাওয়ার ছিল স্বাধীনতা?
বিছিয়ে থাকে অন্ধকার
কচুরিপানার পাতায় বসে আছে
মাছরাঙা ঠোঁট দিয়ে
তুলে নেয় মাছ।
অপেক্ষার পরিসমাপ্তি
মৃত্যুকে মাপা যাবে-
দূরত্বকে মুছে দিয়ে
এসো না আবার
সাঁকো পার হই।



উদিত সূর্য  

বুলডোজারের শব্দ, গোধূলির ঝিরঝিরে
হাওয়ায়-
ঘন কুয়াশার ধোঁয়া সাফল্য শব্দটার মধ্যে
সব কথা কি লেখা হয়,
বর্ণমালা আর অক্ষরে।
হালকা তরঙ্গে জলের বৃত্ত
গড়িয়ে যায়-
লজ্জাবতীর পাতা গুটিয়ে যায়।
লাল আভায় উদিত সূর্য
চোখের জল শুকিয়ে যায়
দখিনা বাতাসে পতপত করে ওঠে
তেরঙা পতাকা-
এক আকাশ খিদে আর মাথা গোঁজা
স্বাধীনভাবে এসে পড়ে গরম ভাতের
গন্ধ, বাণভাসি মন,
ঘনীভূত মেঘ
শিশির বিন্দু ভোরের
ভরসা দাও।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন