এই তো আমার স্বদেশ
স্কুল মাঠে পৌঁছে যাচ্ছি প্রতিদিন
ভাঙাচোরা মাঠের ওপর এই তো আমার স্বদেশ!
কালসিটে মাখা মুখগুলো মেঘের দিকে তাকায়
সাদা সাদা ফেনাভাতে আদর করা গান
একদিন জীবনের পাঁচিল ভেঙে টমেটোর সুবাস
ফাটা ছাউনির তলে ভিজবে না আর কোনও কাক
একদিন আকাশভাঙা ছেঁড়া কলতান, বাজবে সঙ্গীত
গঙ্গার ওপর ভাসমান স্টিমার ছটফট
ডক থেকে নেমে আসবে গর্ভপাতের চাঁদ
দূরের পৃথিবী অথৈধারায় ছিলে ছিলে চুরমার
আমাদের পিতারা অন্নের থালা ধ’রে
রেশনের দোকানে পায়রা ওড়াতে যায়
‘জনগণমঙ্গলদায়ক জয় হে...'
খোলাবুকে আলোর প্রজাপতি উড়ে ধায়
পিছু পিছু নেংটো বাচ্চা ধরেছে হাতে সূর্যের কাঠি,
ভাঙাচোরা এই মাঠের ওপর এটাই তো আমার স্বদেশ জানি
উল্কাপাত
ভীত... সন্ত্রস্ত! নাকি
আড়চোখে দেখে নেওয়া উল্কাপাত?
বিশাল ময়দানের মাঝ বরাবর জমা হচ্ছে লাশ।
হিঁচড়ে শরীর টানা হচ্ছে, রক্তের জন্মদাগ থুতনিতে
কুকুরের মুখে ছুঁড়ে দাও, দাও ছেঁড়া রুটি! আর
ওদের চামরায় বুভুক্ষু লিখে পিশাচনৃত্য হে শাসক!
ময়দানে জমা হচ্ছে বেকারের ফুটন্ত গাছ
এ লাশ নয় ফরমালিন মেশানো স্তূপীকৃত গোলা!
জমছে নারী জমছে পুরুষ, উদ্বেলিত স্বপ্ন মাখামাখি মৃতের পাহাড়
ভীত... সন্ত্রস্ত! নাকি
আড়চোখে দেখে নেওয়া উল্কাপাত!
ধীরে... ধীরে গোপনে লাশেরা খুলে দেবে জামা
নিশ্চিন্তে ফেটে যাবে বোমা কোনও সজাগ মুহূর্তে