দোঁহা

সম্পা পালের কবিতা

 


  শূন‍্যস্থান

ভুলটা  বিগত বছরেই ছিল
তুমি স্কিপ করে গেছো পাতার পর পাতা
আমিও হারিয়ে ফেলেছি ফোন নম্বরের বৈধতা।

নিম্নমানের জ্ঞান ছুঁতে পারেনি মহাজাগতিক পৃথিবীর স্পর্শ
তাই হেরে গেছি, যাচ্ছি, যাবো...

পাওয়া না পাওয়ার হিসেবে গড়মিলটা বেড়েছে
শূন্যস্থানে না বলা অসুখের হাহাকার

খোঁজ নিতে পারিনি না পেয়ে কতটা ভালো আছি!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন