স্বাধীনতা বিষয়ক
বাঘ ও হরিণ খাদ্যশৃঙখলের মতো
সয়ে গেছে চোখে।
এখানে সব প্রশ্ন
অবান্তর হয়ে যায় আকছার।
ওরা এলে
ভেসে যেতে হয় অনেক আলোতে
যে আলো
মুখ টিপে ধরে কুরে কুরে খায়
পান্তাভাতের আয়োজন।
সার বাধা স্বাচ্ছন্দ্য একদিন
ঘর ভাড়া খুঁজতে বেরিয়েছে
একমুঠো ধুলো হাতে নিতে গিয়ে
টের পাই
কপাল ঠেকানোর জায়গায়
দখলদারির পালাক্রম।
স্বাধীন অসুখেরা
অসহায়ত্বের ঝাঁপিগুলি অযুত ভুল চৌকাঠে
পায়ের ছাপ লুকোয় এখন মনোলতার পিঠে।
জনাকীর্ণ সম্বিতে শুধু এক ঝড়ের ভয় রাখা
অক্ষর গোপন হয় না বনে পাতা দাগে লেখা।
স্বপ্নে ডালপালা ছড়ায় মুক্তির প্যালেস একা
সজারুর কাটা খুলে খুলে টানা দ্রাঘিমারেখা,
কালোজাম নিষ্পেষণের ছোপে আসে ফিরে,
বেজে ওঠে একবুক স্বাধীনতা চিনচিন করে।