আর একটা ছুটির দিন
চোলাইয়ের ঠেকের পাশে
ফ্ল্যাগ তোলা হবে,
এটাই ফ্যাশন।
তারপর মাংসের দোকানে ভিড়
নিখাদ ছুটির আমেজ,
রাতে হুইস্কি কাবাব দিয়ে।
টেবিলের ফাঁকে যারা ঘুষ খায়
তারা অনেকেই আজ ব্যস্ত
বক্তৃতা দিতে হবে
স্বাধীনতার।
স্বাধীনতা
রক্তাক্ত স্বাধীনতা,
প্রতিবাদ মুখর স্বাধীনতা।
তিন মাথার মোড় জ্বলন্ত বিজ্ঞাপনে
দমকল বাহিনীর বুটের শব্দ,
সুস্বাদু খাবার
কাটা ফল
রক্তাক্ত লাশের পচা গন্ধ,
বহুতল বাড়ি
আগুনের ঝলকানি,
ফুলো রুটি
অভুক্ত কুকুরের মতো
নির্লজ্জ মানুষ,
স্বাধীনতা
রক্তাক্ত স্বাধীনতা।