দোঁহা

বর্ণজিৎ বর্মনের কবিতা



 জীবন   

তোমার স্পর্শে ফুল ফোঁটে 

গন্ধে ভরে ওঠে ফাল্গুন বাতাস

তোমার শরীরে নিরক্ষর চাঁদ, হাঁটে।

লোকালয়ে সূর্য ওঠে, উন্মুক্ত আকাশ



বেইমান 

কে বেইমান?
ওই সাদা বিড়ালটি
নাকি তার ছায়া?

 তুমি সে আমি
কে বেইমান?

প্রতিবেশি ছায়া হাসাহাসি করে
এ কি কবিতা হলো?

বেইমান কালো কাপড়ে ঢাকা পাঁচ টাকা দশ টাকা!

মিথ্যা বলো যতো পারো
কেউ বেইমান বলবে না

 সম্মাননার উত্তরীয় পাবে
বোধ বিক্রির রাজ্যে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন