নীল রঙ
নীম অথবা হেমলক যাই থাক না কেন!
লালারস বাসি হলেই টান ধরে চামড়ায়।
জীভের গায়ে পরমান্ন স্বাদ,
আমার পরম অনুচর এবং ভুখাপেটের জাবর বেত্তান্ত।
আজকাল সমস্তটা বড় গুলিয়ে যায়,
ভাগ বাটোয়ারা হিসেব নিকেশ...
আমি শুকনো পাতার মত সাফ করে ফেলে নদীর তীরে প্রকান্ডদেহী ময়াল শুকোতে দেখি।
দেখি আকাশের বুকে পাখিদের অনিবার্য ঘরে ফেরা।
সন্ধ্যা
সবটুকু চুকেবুকে গেলে ঘুম ভাঙে কৈশোরে।
স্কুলবেলা, গাছতলা, অঙ্কস্যার।
ভোর থেকে সকাল সবে, দিন শুরুর আগেই
আমার পছন্দের এলোমেলো যতকিছু,
কাকুর ছড়ি, আদর, কানমলা, রবীন্দ্রনাথ, পোস্টমাস্টার, রতন, সব...
সবকিছুই জায়গা মত রেখে ফিরে এলাম আমার ছোটো ঘরটায়।
এখন সন্ধে, আলোছায়া গায়ে আত্মরতি ঘর।
মিলেমিশে একাকার যত চিঠি,
বিদ্যাসাগর এবং ভ্রান্তিবিলাস।